ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দলীয়করণ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে: মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
দলীয়করণ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে: মোশাররফ

ঢাকা: শিাঙ্গণসহ সর্বত্র দলীয়করণ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসকাবে শিক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘শিােেত্র দলীয়করণের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



খন্দকার মোশাররফ বলেন, ‘দলীয়করণের তির প্রভাব সরকারের মধ্যেও প্রতিফলিত হয়েছে। তাই অন্যায় করলে দলের (আওয়ামী লীগ) নেতাকর্মীরাও ছাড় পাবেন না বলে বলতে হয়েছে প্রধানমন্ত্রীকে। ’

তবে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য স্রেফ ‘কথার কথা’ বলে অভিযোগ করে তিনি বলেন, ‘তিনি যে বক্তব্য দিয়েছেন তার বাস্তবায়ন হচ্ছে না। ’

শিক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্য মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম দোলন প্রমুখ বক্তব্য রাখেন।

ড. মোশাররফ তার বক্তব্যে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান দিয়েছেন, আমি বিজ্ঞানের ছাত্র হয়ে তার কোনো নমুনা দেখতে পাচ্ছি না। ’

চার দলীয় জোট আমলের কথা স্মরণ করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার  হৃদরোগ ইনস্টিটিউটের জন্য বিদেশ থেকে যাদের প্রশিণ দিয়ে এনেছিল বর্তমান সরকার তাদের অন্যত্র বদলি করে দিয়ে দলীয় লোকজন এনে বসিয়েছে। ফলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সেবা ব্যাহত হচ্ছে। ’

সরকারকে দলীয়করণ থেকে সরে আসার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।