ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গাড়ি পোড়ানোর মামলায় ৬ মাসের আগাম জামিন পেলেন সাকা চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

ঢাকা: চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছয় মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাসানের বেঞ্চ এ জামিন দেন।



একইসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

গত ২৯ জুন চট্টগ্রামের কোতয়ালী থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে পিটিশন জারি করলে আদালত এ আদেশ দেন।

সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।