ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্যক্তিস্বার্থে নয় জাতীয় স্বার্থে রাজনীতি করুন: খালেদাকে হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
ব্যক্তিস্বার্থে নয় জাতীয় স্বার্থে রাজনীতি করুন: খালেদাকে হাসিনা

ঢাকা: ব্যক্তিস্বার্র্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থে রাজনীতি করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশে সবকিছুই নিজের দখলে নেওয়ার একটি সংস্কৃতি চালু হয়েছে।

বিরোধীদলীয় নেত্রীও ব্যক্তিস্বার্থে রাজনীতি করছেন। বাড়ির জন্য হরতাল দিচ্ছেন। ’

রোববার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিরোধীদলের প্রতি সংসদে এসে কথা বলার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম ভাঙ্গা সুটকেট ও ছেড়া গেঞ্জির কথা। কিন্তু এখন দেখি অনেক সম্পদ। এক বাড়ির মালামাল ১০ বাড়িতে তোলা হচ্ছে। তাও শেষ হচ্ছে না। শুধুই নিচ্ছেন আর নিচ্ছেন। এরও তদন্ত হওয়া দরকার। ’

সেনানিবাসে খালেদা জিয়ার ছেড়ে আসা বাড়িটি কি করা হবে- জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি সামরিক বাহিনীর সম্পত্তি। তারাই সিদ্ধান্ত নেবে এখানে কী হবে। ’

সরকার তার ২৩ মাসের শাসনামলে দেশকে জঙ্গিবাজ ও দুর্নীতির দেশ নামের অপবাদ থেকে থেকে সরিয়ে এনেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এখন আর দুর্নাম নেই। ’

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad