ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

‘ইফা ডিজি অপসারণ না হলে হরতালসহ কঠোর আন্দোলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
‘ইফা ডিজি অপসারণ না হলে হরতালসহ কঠোর আন্দোলন’

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) ইমামদের সামনে নৃত্য পরিবেশনের জন্য ইফা মহাপরিচালকের (ডিজি) অপসারণ দাবি করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

আগামী ৭ দিনের মধ্যে এ দাবি না মানলে হরতালসহ কঠোর আন্দোলন দেওয়া হবে বলে  ঘোষণা দিয়েছেন তারা।



রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) ইমামদের সামনে নৃত্য পরিবেশনের প্রতিবাদ এবং ইফা ডিজির অপসারণের দাবী’ শীর্ষক মানববন্ধনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এ ঘোষণা দেয়।

মানববন্ধনে ইফা ডিজি শামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর দুপুর ১টায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমামদের সামনে আমেরিকা থেকে নর্তকী এনে নৃত্য পরিবেশনের অভিযোগ করা হয়।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।