ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমাদের বিরুদ্ধে ডিজিটাল মামলা হয়েছে : সাকা চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
আমাদের বিরুদ্ধে ডিজিটাল মামলা হয়েছে : সাকা চৌধুরী

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিচার বিভাগের কথা বলেছেন। তাই আমাদের বিরুদ্ধে এ মামলা হলো ডিজিটাল মামলা।



রোববার দুপুরে গাড়ি ভাঙচুরের মামলায় আগাম জামিন নিতে এসে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া, না যাওয়া এবং পদত্যগ এ তিনটি পথই খোলা আছে। সরকারের আচরণের ওপর নির্ভর করছে আমরা কী করব। ’

বিএনপির এই নেতা বলেন, ‘পত্রিকায় দেখেছি রোববার সংসদ অধিবেশন বসবে। কিন্তু আদালতেই যদি ব্যস্ত থাকতে হয় তাহলে সংসদে যাব কীভাবে। ’

বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দলের ৗফল আক্রমণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ অবস্থার পরিবর্তন হওয়া উচিৎ। তবে এব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না। ’

সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটি সতর্ক সংকেত দেখতে পাচ্ছি। রাজনীতিতে দুর্যোগ অবশ্যম্ভাবী। এ দুর্যোগ অতীতের চেয়েও ভয়াবহ হতে পারে। তবে ঘূর্ণিঝড় না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ’

খালেদা জিয়ার বাড়ি সম্পর্কে তিনি বলেন, ‘বাড়ির বিষয়ে মামলা করতে আমি সরাসরি বিরোধিতা করেছিলাম। কারণ খালেদা জিয়াকে সরানোর সিদ্ধান্ত পাশ করেছিলো মন্ত্রিসভা। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক এ সিদ্ধান্তকে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলেছিলাম। কিন্তু মওদুদ আহমেদ আইনজীবী মানুষ, তার সিদ্ধান্তে এ বিষয়ে মামলা করা হয়। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।