ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের সাফল্য ম্লান করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: দিলীপ বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
সরকারের সাফল্য ম্লান করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: দিলীপ বড়ুয়া

ঢাকা: সরকারের সাফল্য ম্লান করে দিতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

রোববার দুপুরে রাজধানীর পিকিং গার্ডেন রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।



আগামী ৮ ডিসেম্বর সাম্যবাদী দলের কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

দিলীপ বড়–য়া বলেন, ‘মহাজোট সরকার ইতিমধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সারের সুষ্ঠু সরবরাহ, সময় মতো পাঠ্যপুস্তক বিতরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শিল্পনীতি ও শিক্ষানীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু সরকারের এই সাফল্য ম্লান করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ’

বিরোধী দলের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট বোর্ডের বাড়ি রক্ষার জন্য বিএনপি এবং চারদলীয় জোট যে হরতাল করছে, তা  কোনো রাজনৈতিক ইস্যু নয়। ’

হরতালের সঙ্গে জনস্বার্থ জড়িত নেই মন্তব্য করে দিলীপ বড়ুয়া বলেন, ‘হরতালের কারণে যুদ্ধাপরাধীরা লাভবান হবে। ব্যহত হবে শিল্প উৎপাদন। বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগ। ’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিংবা মহাজোট সরকারের নয়, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জাতীয় ইস্যু। কিন্তু দুঃখজনক হলেও সত্য যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নন ইস্যুকে ইস্যু করে  জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুততর করতে সহায়তার আহ্বান জানান দিলীপ বড়ুয়া।
 
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মুনাফাখোর ও মজুুদদারেরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফুর রহমান, কমরেড অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, কমরেড আবু আহমেদ সাহাবুদ্দিন, কমরেড ধিরেন সিংহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।