ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

নাজিম উদ্দিন আলমকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
নাজিম উদ্দিন আলমকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ

ঢাকা: সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ দিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির প্রেস উইং সূত্রে জানা যায়, শনিবার রাতে খালেদা জিয়া এক চিঠিতে এ নিয়োগ দেন।



প্রসঙ্গত, ’৮০ দশকে তুখোড় ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম ছাত্রদলের ব্যানারে ডাকসুর এজিএস নির্বাচিত হন। ১৯৯৩-৯৪ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নাজিম উদ্দিন আলম। সংসদ সদস্য থাকাকালে বন ও পরিবেশ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। বর্তমান পদে নিয়োগের আগে তিনি বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।