ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারী উন্নয়নের কথা বলে সরকারই নারী নির্যাতন চালাচ্ছে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
নারী উন্নয়নের কথা বলে সরকারই নারী নির্যাতন চালাচ্ছে: ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী উন্নয়নের কথা মুখে বললেও সরকার নিজেই নারী নির্যাতন চালাচ্ছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।



বিএনপি’র ডাকা গত ৩০ নভেম্বর হরতালে ছাত্রছাত্রী ও বিএনপির নারীকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রদল এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে চাকরি দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, নারী নির্যাতন রোধ করা। অথচ সরকার নিজেই ৩০ নভেম্বর হরতাল চলাকালে পুলিশ দিয়ে নারীদের ওপর হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে। ’

তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বলেন, ‘এ নির্যাতনের বিচার না হলে রাজপথে গণআন্দোলন গড়ে তোলা হবে। ’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কর্মসূচিতে অংশ নেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দন চৌধুরী এ্যানী, নীলুফার চৌধুরী মনি এমপি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমির, হায়দার আলী লেনিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।