ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুক্তি পেয়ে খালেদার সঙ্গে দেখা করলেন হরতালে গ্রেপ্তার নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০

ঢাকা: মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার সন্ধ্যায় তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন গত ৩০ নভেম্বর বিএনপির হরতালের দিন ও হরতালের আগের দিন গ্রেপ্তার হওয়া শতাধিক নেতাকর্মী।

এ সময় খালেদা জিয়া তাদের সংগ্রামে সক্রিয় থাকার আহবান জানান।



সদ্য মুক্তি পাওয়া নেতাকর্মীদের নেতৃত্ব দেন যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব।

প্রসঙ্গত, বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন ও হরতালের দিন সারাদেশে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আটক করা হয়। ঢাকা মহানগরেই আটক করা হয় কয়েকশ’ নেতাকর্মীকে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, হরতাল বানচাল করতেই রাজনৈতিক উদ্দেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছে। ওই অভিযোগ অস্বীকার করে তখন সরকারপক্ষ বলেছিল, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এদের আটক করা হয়েছে। গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশও।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।