ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে বৈঠক: একদিনের হরতাল ডাকতে পারেন উলামা-মাশায়েখরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
খালেদার সঙ্গে বৈঠক: একদিনের হরতাল ডাকতে পারেন উলামা-মাশায়েখরা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও উলামা-মাশায়েখদের বৈঠক শেষ হয়েছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ২০  জন উলামা-মাশায়েখ অংশ নেন।



বৈঠক শেষে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির মহাসচিব আলমগীর মজুমদার উপস্থিত সাংবাদিকদের জানান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) অপসারণ, শিক্ষানীতি, ইসলামিক ফাউন্ডেশনে প্রশিক্ষণের নামে নৃত্য পরিবেশন, রাষ্টধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা, ইসলামের আঘাত আসার সম্ভাবনা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আগামীকাল (রোববার) ওলামা-মাশায়েখ পরিষদের জাতীয় কনভেনশনে সকাল-সন্ধ্যা হরতালের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও আসতে পারে। ’   

ইসলামিক ফাউন্ডেশনে ঈমাম প্রশিক্ষণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের প্রতিবাদে এ হরতাল ডাকা হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে খালেদা জিয়ার কাছে উলামা মাশায়েখ পরিষদ তাদের কর্মসূচিতে সব ধরনের সহায়তা ও সমর্থন চায়। খালেদা জিয়া তাদের এ ব্যাপারে আশ্বাস দেন।

বৈঠকে অংশ নেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসাহাক, মাদ্রাসাশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদীন, উলামা মাশায়েখ সম্মিলিত পরিষদের যুগ্ম সম্পাদক ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, ফরায়জী আন্দোলনের মহাসচিব আবদুল্লাহ মো. হাসান, বাংলাদেশ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন রব্বানী, শর্ষিনা দরবার শরিফের  ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ নেজামে ইসলাম পাটির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানি, জমিয়তে উলামায়ে ইসলামের  ঢাকা মহাগর সভাপতি মাওলানা আবদুল আওয়াল ওআইসি, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির মহাসচিব আলমগীর মজুমদার, সচেতন যুবসমাজের জেনারেল সেক্রেটারি মাওলানা ফাহিম সিদ্দিকী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াহহিয়া রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সালাম মাদানি, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা রফিকুর রহমান মাদানি, মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা, ভাসানি ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, এনডিপি চেয়ারম্যান খন্দাকর গোলাম মোর্তোজা, ইসলামী পাটির চেয়াম্যান অ্যাডভোকেট আবদুল মুবিন ও ন্যাপ ভাসানির চেয়ারম্যান মো. আকতারুজ্জামান।

বাংলাদেশ সময়: ২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।