ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে খালেদা জিয়া সম্পৃক্ত: হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, নকল জন্মদিন পালন করে খালেদা জিয়া প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

মঙ্গলবার সকালে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রমিকলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন্।



হানিফ বলেন, ‘১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খালেদা জিয়া জন্মদিন পালন করে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে তার স্বামী জিয়ার গভীর সম্পর্ক ছিল এবং তার নিজেরও রয়েছে। ’

জন্মদিন পালন না করার অনুরোধ সত্ত্বেও ওই দিন কেক কেটে খালেদা জিয়া জন্মদিন পালন করেছেন জানিয়ে তিনি বলেন, ‘জাতি আপনার তিনটি জন্ম তারিখ জানে। সঠিক জন্ম তারিখ ঘোষণা করে জাতিকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন। ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাংবিধানিকভাবে জাতির জনকের স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে বিএনপি মানল কি মানল না তাতে জাতির কিছু যাবে আসবে না। ’

তিনি অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি খালেদা জিয়া ও তার দুই পুত্রের দুর্নীতির বিচার বানচাল করতেই আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বিএনপি।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প চিরতরে উপড়ে ফেলা হবে। খালেদা, তারেক ও কোকোর বিচার করে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নতুন মজুরি বোর্ড পুনর্গঠন করে গার্মেন্ট সেক্টরে ৮০ থেকে ৮৫ ভাগ বেতন বাড়ানো হয়েছে। ’

তিনি বলেন, ‘শ্রমিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবেদনশীল। ভবিষ্যতে মজুরি আরও বাড়ানো হবে। ’

শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, আব্দুস সালাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।