ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজপথে নয়, নেতাদের ভিড় খালেদার অফিস আর সংবাদ সম্মেলনে

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
রাজপথে নয়, নেতাদের ভিড় খালেদার অফিস আর সংবাদ সম্মেলনে

ঢাকা: রাজপথে নয়, দুই স্থানে এখন ভিড় জমে বিএনপি নেতাদের। একটি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান অফিস, অন্যটি নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়।



দলীয় সূত্রমতে, বিএনপি নেতারা চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগ বাড়াতে তার গুলশান অফিসে ভিড় করেন। আর কেন্দ্রীয় কার্যালয়ে যান মূলত সংবাদ সম্মেলনের সময়। তারা ভাবেন, গুলশান অফিসে দলীয় প্রধানের সামনে গিয়ে একটু চেহারাটা দেখিয়ে এলে তার চোখে ভাল হবেন। আর সংবাদ সম্মেলনে উপস্থিত হলে টিভিতে চেহারা দেখানো হবে।

তবে দলের পরীক্ষিত নেতারা মনে করেন, এভাবে খালেদা জিয়ার নেক নজর পাওয়া যেমন সম্ভব নয়। তেমনি জনগণের কাছে কিছুটা পরিচিতি পাওয়া ছাড়া নেতা হিসেবে আস্থা অর্জনও দুরুহ।

‘বিএনপির রাজনীতি কি কেবল নেত্রীকে খুশি করা ও ক্যামেরায় চেহারা দেখানো?’-এ প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহম্মেদ আজম খান বাংলানিউজকে বলেন, ‘তা ঠিক নয়। তবে আমি মনে করি, রাজনীতিতে দেশের উন্নয়ন ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা হওয়া উচিত। ’
 
তিনি বলেন, ‘এ ধরনের কালচারে যারা জড়িত তাদের সম্পর্কে ম্যাডাম জানেন। এটা হয়তো ধীরে ধীরে কমে যাবে। ’

আহম্মেদ আজম খান আরো বলেন, ‘এ ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। তবে কি রাজনৈতিক অঙ্গনে, কি দলে-কোথায় যেন একটা সমস্যা শুরু হয়েছে। সবখানেই ক্যামেরা দেখলে সামনে দাঁড়ানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ভদ্রতা, শিষ্ঠাচার, শ্রদ্ধাবোধ, সৌজন্যবোধেরও বালাই থাকে না। ’

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বাংলানিউজকে বলেন, ‘যে ব্যক্তি পত্রিকায় ছবি ছাপানো, টিভিতে চেহারা দেখানো ও নেত্রীকে খুশি করার জন্য রাজনীতি করেন তিনি রাজনীতিক নন, রাজনৈতিক দলের কর্মী হওয়ারও যোগ্য নন। ’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে খুশি করানোর রাজনীতি করেন না। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের বেশি পছন্দ করেন। তিনি সব সময়ই বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি দেশ-মাটি-মানুষ ভালবাসেন। আর সেই উপলব্ধি থেকে তিনি সব সময়ই নেতাকর্মীদের দেশের জন্য কাজ করতে বলেন। ’
 
জয়নুল আবদীন ফারুক আরো বলেন, ‘দলের কোন্ নেতা, কোন্ কর্মী কি করেন সব খোঁজই রাখেন আমাদের নেত্রী। ’
 
রাজনীতি কি ক্যামেরায় চেহারা দেখানোর জন্য, নাকি দেশের ও জনগণের মঙ্গলের জন্য এ প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী কৃষকদলের জয়েন্ট সেক্রেটারি মো: শাজাহান মিয়া সম্রাট বাংলানিউজকে বলেন, ‘রাজনীতি হওয়া উচিত জনগণ ও দেশের জন্য। ’

তিনি বলেন, ‘প্রতিটি দলেই এমন কয়েকজন থাকেন। তবে এমন নয় যে সবাই এমন কাজ করেন। ’

তিনি আরো বলেন, ‘ভালমন্দ সবখানেই আছে। আমাদের দলেও থাকতে পারে। তবে সবাই খারাপ এমনটা বললে ভুল হবে।   যে দু’এক জন এরকম করেন তারাও ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।