ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাবি থেকে শিবির ক্যাডার রুহুল আমিন গ্রেপ্তার

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বুধবার দুপুরে রুহুল আমিন নামের এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রুহুল আমিনের (২৬) বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডুর নিত্যানন্দ গ্রামে।

তার বাবার নাম ফজলুর রহমান।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইন চার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, রুহুল তালিকাভুক্ত শিবির ক্যাডার এবং ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলার ২৮ নম্বর আসামি।

গ্রেপ্তারের পর রুহুলকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল খায়ের।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে হলে হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর শিবিরের হামলায় শাহ্ মখদুম হলের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন।

এছাড়া চার ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা। এতে আহত হয় পুলিশসহ আরও অর্ধশত ছাত্রলীগ কর্মী।

এসব ঘটনায় মতিহার থানায় একটি হত্যা মামলাসহ ১৪ টি মামলা হয়।

মামলাগুলোতে রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান, রাবি শিবির সভাপতি শামসুল আলম গোলাপসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ফারুক হত্যা মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

বাকি আসামিরা পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।