ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আরও কঠিন কর্মসূচি আসছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
আরও কঠিন কর্মসূচি আসছে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দাবি আদায়ের জন্য আমরা হরতাল ডেকেছিলাম। সেই হরতালে বাধা দিয়ে গণতন্ত্রের প্রতি চরম অবমাননা দেখিয়েছে সরকার। তারপরও জনগণ স্বত:স্ফুর্তভাবে হরতালে সমর্থন দিয়ে তা সফল করেছে। এতেও যদি সরকারের সম্বিত ফিরে না আসে তাহলে বিএনপির পক্ষ থেকে আরও কঠিন কর্মসূচি আসবে। ’

র‌্যাব, পুলিশ ও দলীয় ক্যাডার নামিয়ে, যানবাহন চালিয়ে সরকার হরতাল ভাঙ্গার চেষ্টা করেছে এ অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘সরকার আমাদের গণতান্ত্রিক সংগ্রামে বাধা সৃষ্টি করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে। ’

আশুগঞ্জ দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তি সই হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি এই ট্রানজিট চুক্তি অস্বচ্ছ ও দেশের স্বার্থবিরোধী। এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল এবং আছে। ’

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আদালতের চার্জশিট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি সরকার দ্বৈত নীতি গ্রহণ করেছে। দলীয় বিবেচনায় হাজার হাজার দাগী আসামিকে তারা ছেড়ে দিয়েছে। এর মধ্যে খুনের আসামিরাও আছে। অথচ কোকোর বিরুদ্ধে তড়িঘড়ি করে আদালত থেকে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’

এসময়ে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার হামিদুল্লাহ খান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।