ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালের বিকল্প চায় আ.লীগ, প্রতিশ্রুতি নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
হরতালের বিকল্প চায় আ.লীগ, প্রতিশ্রুতি নেই

ঢাকা: হরতালের মতো ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে শান্তিপূর্ণ বিকল্প আন্দোলনের পথ বের করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এ আহ্বান জানান।



অবশ্য বিরোধীদলে গেলে হরতাল করবে না এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, ‘আমরা হরতাল করবো না, এটা বলছি না। হরতাল হচ্ছে শেষ অস্ত্র। যখন আর কোনো পথ থাকে না তখন হরতাল আসতে পারে। এমন সময় এ অস্ত্র প্রয়োগ করা উচিত যখন আর কোনো উপায় থাকে না। কিন্তু ব্যক্তি স্বার্থে হরতাল হতে পারে না। ’

এদিকে, বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালে আতঙ্ক সৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে হানিফ বলেন, ‘বিরোধী দলের হরতালকে সরকারের পক্ষ থেকে সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার বলে বিবেচনা করা হয়েছে। আমরা বিরোধীদলকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে বলেছিলাম। ’

কিন্তু বিরোধীদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও করে সহিংসতার পথ বেছে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নিরাপত্তা বিঘিœত করেছে।

তবে সেনানিবাসে খালেদা জিয়ার বাড়ি রক্ষার অযৌক্তিক দাবিতে ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করে তিনি বলেন, ‘অফিস, দোকানপাট, ব্যাংক, গার্মেন্টস, স্কুল-কলেজ, যথারীতি চলেছে। বিমান চলাচল স্বাভাবিক ছিলো। ’

ঢাকা মহানগরীতে রিকশা স্বাভাবিকভাবে চললেও বাস, টেম্পো, প্রাইভেট কারের সংখ্যা কিছুটা কম ছিলো। কারণ গত কয়েক দিন যাবত বিএনপি জনমনে আতঙ্ক সৃষ্টি, বোমাবাজি, জ্বালাও-পোড়াও, উস্কানিমুলক বক্তব্য, ভয়ভীতিসহ নানাবিধ নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে।

বিএনপি কোনো জাতীয় ইস্যুতে হরতাল ডাকেনি বলে মন্তব্য করে হানিফ আরো বলেন, ‘একজন ব্যক্তির একান্তই পারিবারিক স্বার্থে এই হরতাল আহ্বান করেছিলো। ’

হরতালের লক্ষ্য খালেদা জিয়ার বাড়ি ও তার দুই ছেলেকে দুর্নীতির মামলা থেকে রক্ষা করা, বিএনপির মিত্র স্বাধীনতাবিরোধী নরঘাতক জামাত এবং নিজ দলের যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের রক্ষা করা বলেও মন্তব্য করেন হানিফ।

তিনি বলেন, ‘বোমাবাজি, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুরের মধ্য দিয়ে জোরপূর্বক ঘরে, অফিসে বন্দি রাখার নাম হরতাল হতে পারে না। দেশ জাতি ও জনগণের উন্নয়ন এবং অগ্রগতির স্বার্থে প্রতিবাদের ভাষা বিরোধীদলকে বদলাতে হবে। ’

বিএনপি অচিরেই আত্মঘাতী কর্মসূচি থেকে বিরত হবে এমন আশা প্রকাশ করে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘আশাকরি তারা গণতান্ত্রিক অধিকারের অপব্যবহার করবে না। হরতালের বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক পথ তারা বের করবে। ’  
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।