ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতিবাদের ভাষা বদলাতে বিএনপির প্রতি আ’লীগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: হরতালের নামে ধ্বাংসাত্বক রাজনীতির পথ পরিহার করে দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলকে প্রতিবাদের ভাষা বদলানোর আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার হরতাল শেষে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এ আহ্বান জানান।



তিনি বলেন, ‘আমরা হরতাল করবো না, এটা বলছি না। হরতাল হচ্ছে শেষ অস্ত্র। যখন আর কোনো পথ থাকে না তখন হরতাল আসতে পারে। কিন্তু ব্যক্তি স্বার্থে হরতাল হতে পারে না। ’

বিএনপির ডাকা হরতালে আতঙ্ক সৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।