ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালে পুলিশের পোশাকে ক্যাডার নামানোর অভিযোগ দেলোয়ারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
হরতালে পুলিশের পোশাকে ক্যাডার নামানোর অভিযোগ দেলোয়ারের

ঢাকা: হরতালে ক্যাডার বাহিনীকে পুলিশের পোশাক পরিয়ে রাস্তায় নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।



তিনি বলেন, ‘আমাদের ধারণা, ক্যাডার বাহিনীকে পুলিশের পোশাক পরিয়ে রাস্তায় নামানো হয়েছে। এ সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। ’

তবে সরকার শত চেষ্টা করেও হরতাল ব্যর্থ করতে পারেনি বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের স্বত:স্ফূর্ত সমর্থনে সুষ্ঠুভাবে হরতাল পালিত হয়েছে। ’

এ সময় চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে বিএনপি পরবর্তী কর্মসূচি দেবে বলে ঘোষণা দেন খোন্দকার দেলোয়ার।

বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার এতোই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, জনগণ তাদের কথা শুনছে না। তারা বলেছিল, শান্তিপূর্ণ হরতাল হলে বাধা দেবে না। কিন্তু আমরা কি জটিলতা সৃষ্টি করেছি যে, আমাদের বাধা  দেওয়া হলো?’

শান্তিপূর্ণ হরতালে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে পুলিশ বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে। বিএনপি নেতাকর্মীরা কোথাও রাস্তায় নামার চেষ্টা করলেই তাদের গ্রেপ্তার করা হয়। ’

তিনি বলেন, ‘সারা দেশে আমাদের তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আহত হয়েছেন অন্তত এক হাজার সাতশ’ নেতাকর্মী। ’

সরকারপক্ষই গাড়ি ভাঙচুর করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘ দেশের অবস্থা এতোই ভয়াবহ যে এখন যতো দ্রুত সম্ভব এ সরকারের পতন ঘটাতে হবে। ’

বিদেশি প্রভুদের খুশি করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘কোনো সরকারই তা পারেনি। ’

এ সরকার যতো দ্রুত বিদায় নেবে ততো দ্রুত মুক্তির পথ খুলে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।