ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মানুষের আতঙ্ক কেটে গেছে: মায়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
মানুষের আতঙ্ক কেটে গেছে: মায়া

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চোধুরী মায়া বলেছেন, ‘হরতাল নিয়ে মানুষের আতঙ্ক কেটে গেছে। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

মানুষ কাজ-কর্ম করছেন। ’

মঙ্গলবার রাজধানী পরিদর্শন শেষে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিরোধী দল লাগাতার হরতালের কথা বলেছে, জনগণ তা লাগাতার ভাবেই প্রত্যাখান করবে। আজকের হরতাল প্রত্যাখান করে জনগণ তারই প্রমাণ দিয়েছে। ’

বিরোধী দলের অভিযোগ প্রত্যাখান করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ এ হরতালে বাধা দিচ্ছে না। সোমবার ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য আমরা মিছিল, সভা করছি না। ’

তিনি বলেন, ‘গনগণ তাদের বাধা দিলে তা জনগণের ব্যাপার। ’

ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে মায়া বলেন, ‘ছাত্রলীগ নিজেরাই মিছিল করছে। এটা তাদের ব্যাপার। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।