ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয় র‌্যাব-পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
কেন্দ্রীয় কার্যালয় র‌্যাব-পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ বিএনপির

ঢাকা: নয়া পল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয় র‌্যাব-পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার রাত ১০ টায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।



রহুল কবির রিজভী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ-র‌্যাব অবরুদ্ধ করে রেখেছে বলে আমরা মনে করছি। একই সঙ্গে আমরা আশঙ্কা করছি সাংবাদিকরা চলে যাওয়ার পর র‌্যাব-পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলীয় নেতাকর্মীদের ওপর  নির্মম নির্যাতন চালাতে পারে। ’

বিএনপির কার্যালয়ের সমানে কেনো এতো র‌্যাব-পুলিশের অবস্থান নিয়েছে- সে বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপরে ব্যাখ্যাও দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ ‘হোটেল থেকে চা নিয়ে আসা বয়কেও ফিরে যাওয়ার সময় গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ । অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ে ২৫/৩০ জন নেতা-কর্মীকেও পুলিশ আটক করেছে। ’

রিজভী জানান, সোমবার সকাল থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে ১৩ ‘শ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। আহত করা হয়েছে ৫ শতাধিক নেতাকর্মীকে।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। কিন্তু সরকার  যেভাবে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে- তা হিটলারের নাৎসী বাহিনীকে হার মানবে। ’

রিজভী বলেন, ‘দলের নেতাকর্মীদের ওপর যত নির্যাতন চালানো হোক না কেনো, মঙ্গলবার আমাদের কর্মীরা রাজপথে থেকে হরতাল সফল করবে। ’

সোমবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে বিরোধী দলের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এসব ঘটনা ঘটিয়েছে। এটা বিএনপি ঐতিহ্য নয়। তারা (আওয়ামী লীগ) অতীতেও এভাবে গাড়িতে গান পাউডার ও পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়েছে, মিছিলে বোমা-ককটেল নিপে। সচিবালয়ের সামনে সরকারি কর্মকর্তাদের দিগম্বর করার নজির রয়েছে তাদের (আওয়ামী লীগের)। বিএনপি ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। ’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ শিা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।