ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মঙ্গলবার বিএনপির ডাকে দেশব্যাপী হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ঢাকা: বিএনপির ডাকে দেশব্যাপী হরতাল মঙ্গলবার। হরতালকে সফল করতে দলটি নগরীর বিভিন্ন পয়েন্টে দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


 
দলীয় সূত্রে জানা গেছে, হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, মিরপুরে ব্যারিস্টার রফিকুল ইমসলাম মিয়া, উত্তরায় সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোহাম্মদপুর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাজাহানপুর টিকাটুলি কাপ্তান বাজার এলাকায় বিএনপির সাদেক হোসেন খোকা নেতা-কর্মীদের নেতৃত্ব দেবেন।

এছাড়া নগরীর প্রায় ৪০টি পয়েন্টে দলের নেতা-কমীরা পিকেটিং করবে।

উল্লেখ্য, দলটি দেশে ক্রমবর্ধমান সরকারি জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা, হামলা, অপহরণ, গুম, খুন, নিয়োগ বাণিজ্য, আইন-শৃঙ্খলার চরম অবনতিসহ ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির সরবরাহের চরম সংকট, দেশবিরোধী চুক্তি, বিচার বিভাগ ও প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনী ও জোরপূর্বক নিজ বাড়ি থেকে উচ্ছেদ ও সেনাবাহিনীকে ধ্বংস করার অপচেষ্টার প্রতিবাদে গত ২৩ নভেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করে।
 
বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad