ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামে হরতাল প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি আ. লীগের দু’গ্রুপে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

চট্টগ্রাম: হরতাল প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপ। এর মধ্যে একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ ও নগর কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি।

শান্তিপূর্ণভাবে হরতাল প্রতিহত করতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার নগরীর কমপক্ষে ৩০টি স্থানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিএসসির অনুসারীরা নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
 
সোমবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতা-কর্মীরা নগরীর মোমিন রোডে একটি কমিউনিটি সেন্টারে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠক করেন।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নইমউদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, আজম নাসিরউদ্দিন, শ্রমিকলীগ নেতা বখতেয়ার উদ্দিন খান ও শফর আলী বক্তব্য রাখেন।

বৈঠকে পরিবহন নেতারা আওয়ামী লীগ নেতাদের আশ্বাসের পরিপ্র্রেক্ষিতে মঙ্গলবার হরতালের সময় রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে একাত্মতা প্রকাশ করেন।

অন্যদিকে হরতালের প্রতিবাদে বিকেলে নগরীর জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘হরতাল করে বিএনপি এ সরকারের পতন ঘটাতে পারবে না। বাড়িও ফেরত পাবে না। শুধু শুধু জনগণের দুর্ভোগ বাড়াতেই তারা হরতাল ডেকেছে। ’

চট্টগ্রামে হরতাল কেমন হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য তিনি মঙ্গলবার সকালে নিউমার্কেট মোড়ে নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রেহানা কবির রানু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।