ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত কার্যালয় ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ঢাকা: রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার রাতে তিন দফা তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান থেকে কেউ গ্রেফতার হয়নি।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে পুলিশ তল্লাশি চালিয়ে চলে যাওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ সেখানে দু’দফা তল্লাশি চালায়।  

এর আগে সন্ধ্যার পর থেকেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচটি এবং র‌্যাব-পুলিশের দু’টি দল রাজধানীর মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয় ও এর আশপাশে অবস্থান নেয়।

রমনা থানার অফিসার ইন চার্জ (ওসি ) শিবলী নোমান বাংলানিউজকে জানান ‘সন্ধ্যার পর থেকেই ডিবির পাঁচটি টিম মগবাজারের জামায়াত কার্যালয় ও আল ফালাহ মিলনায়তন ঘেরাও করে রাখে। ’

কার্যালয়ে সন্দেহভাজন এবং পুলিশের তালিকাভুক্ত আসামি থাকতে পারেÑএমন তথ্যের ভিত্তিতে তা ঘেরাও করা হয় বলে তিনি জানান।

তখন তিনি জানান, ‘যে কোনও সময় সেখানে তল্লাশি শুরু করা হতে পারে। ’

গোয়েন্দা সূত্র জানায়, জামায়াতের হাই কমান্ড বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতালে সমর্থন দেওয়ার পর কার্যালয়ে ভিড় জমাতে শুরু করে দলটির কর্মী-সমর্থক এবং আত্মগোপনে থাকা বিভিন্ন মামলার আসামি।

বাংলাদেশ সময় : ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।