ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বড় কর্মসূচি দিতে খালেদাকে জামায়াতের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

ঢাকা : ঈদের পর বড় ধরনের আন্দোলন কর্মসূচি দিতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানালেন জামায়াত নেতারা।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত নেতৃবৃন্দ এ অনুরোধ করেন।



এ সময় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট হামিদুর রহমান আযাদ এমপিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও তার প্রতি অশ্লীল আচরণের প্রতিবাদ জানান।

জামায়াত নেতারা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কৌশলের নিন্দা ও প্রতিবাদ করে খালেদা জিয়াকে সান্ত্বনা দেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠান চলে।
 
জানা য়ায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।

তবে খালেদা জিয়াকে সেনাননিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি আহুত হরতালে জামায়াত নেতাদের মাঠে না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। আগামী দিনের সব কর্মসূচিতে তিনি জামায়াত নেতা-কর্মীদের মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করার কথা বলেন।

বাংলাদেশ সময় : ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।