ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রবীণ শিক্ষকরা দেখা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে।

সোমবার রাতে সাড়ে ৮টায় শিক্ষক নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেন।



বিএনপি চেয়ারপারসনের গুলশানের অফিসে তাদের সাক্ষাৎ আধা ঘণ্টা স্থায়ী হয়।

এ সময় শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ড. সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জাহাঙ্গির আলমসহ ১২ জনের একটি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। তারা ১৩ নভেম্বরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
 
খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ ও তার সঙ্গে খারাপ ব্যবহারের নিন্দা প্রকাশ করে নেতৃবৃন্দ তাকে ধৈর্য্য ধারন করতে বলেন।

বাংলাদেশ সময় : ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।