ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা-আমিনী বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

ঢাকা : বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করলেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও তার দলের মহাসচিব আব্দুল লতিফ নেজামী।

আধাঘণ্টাব্যাপী বৈঠকে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

খালেদা জিয়ার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন আমিনী ।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই বৈঠক চলে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে রাজনৈতিক চক্রান্তের মাধ্যেমে ঈদের আগে বের করে দেওয়ায় আমিনী দুঃখ প্রকাশ করেন এবং খালেদা জিয়াকে সান্ত্বনা দেন।

বৈঠক সর্ম্পকে জানতে চাইলে আমিনী বলেন, ‘সরকার খালেদা জিয়াকে উচ্ছেদ করে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা বড়ই বেদনাদায়ক। ’

সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করার পর তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে আমিনী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর চরিত্র হনন করে পরবর্তী জেনারেশনকে পথ দেখিয়ে গেলেন সরকার। ’

আমিনী বলেন, ‘আমরা খালেদা জিয়াকে সান্ত্বনা দিয়েছি এবং ঈদের পর সরকারের এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি। খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছি। ’

বাংলাদেশ সময় : ২২১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।