ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার চোখে অশ্রু দেখেছি, প্রধানমন্ত্রীকেও কাঁদতে দেখব : আমিনী

সিনিয়র করেসপনেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
খালেদা জিয়ার চোখে অশ্রু দেখেছি, প্রধানমন্ত্রীকেও কাঁদতে দেখব : আমিনী

ঢাকা: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী এক বিবৃতিতে বলেছেন, ‘তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চোখে আমরা অশ্রু দেখেছি, ভবিষ্যতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা কাঁদতে দেখব। ’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে যেভাবে অপমানিত, অপদস্ত ও লাঞ্ছিত করে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এটা শুধু এই দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই লজ্জাজনক ঘটনা।

এই ঘটনা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। ’

তিনি সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর জন্য এই ঘটনায় শিনীয় রয়েছে। যদি তিনি তা গ্রহণ করেন। ভবিষ্যতে হয়তোবা আমরাও তার চোখে অশ্রু দেখব। কারণ আল্লাহ তা’আলার বিধান হলো, যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে তাকেও পড়তে হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, কুচক্র কুচক্রীদেরকেই ঘিরে ধরে। [সূরা ফাতির : আয়াত-৪৩]’

তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের দেশের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে। প্রতিহিংসার রাজনীতি যেভাবে লালিত পালিত হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। ’

তিনি ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি যদি রেলগাড়ির মত  চলতে থাকে, তাহলে যে কোনো জায়গায় গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। ’

দেশকে এই করুন পরিণতি থেকে বাঁচাতে হলে দেশ্রপ্রেমিক জনতাকে এখইনই ঘুরে দাঁড়ানোর আহবান জানান আমিনী।

বাংলাদেশ সময় : ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।