ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঈদের পর সরকার পতনের আন্দোলন: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
ঈদের পর সরকার পতনের আন্দোলন: দেলোয়ার

ঢাকা: ঈদের পরে জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন দেওয়া হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।



রোববার বিকেলে হরতাল শেষে বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

হরতাল সফল করায় দল ও খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসী, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘আজকের এ হরতাল চলাকালে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় ৭০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং ৪০০ জনের মতো আহত হয়েছেন। ’

দেলোয়ার অভিযোগ করে বলেন, ‘জনগণের সঙ্গে এ সরকার মিথ্যাচার করছে। তাদের এ মিথ্যাচারের পরিমাণ এতো বেশি হয়ে গেছে যে জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। ’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ চায় সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। ’

বিএনপির মহাসচিব বলেন, ‘এ হরতালকে বানচাল করতে সরকারদলীয় নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল করেছে। তারা যানবাহনে আগুন দেওয়াসহ নানা ধরণের অঘটন ঘটিয়ে হরতাল বানচালের চেষ্টা করেছে। ’  দেলোয়ার আরও বলেন,‘পুলিশ শনিবার রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে, ভয়-ভীতি প্রদর্শন করেছে। কিন্তু হরতাল বানচাল করতে পারেনি। ’

তিনি বলেন, ‘এ সরকার জনগণের জন্য কাজ করছে না। তারা বিদেশি প্রভুদের স্বার্থে কাজ করার জন্য অবৈধভাবে ক্ষমতায় এসেছে। এটি এখন জনগণ বুঝতে পেরেছে। জনগণ আর তাদের সঙ্গে নেই। ’

বিএনপির এই নেতা বলেন, ‘এ অবৈধ সরকারকে বিদেশি প্রভুরা তাদের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় বসিয়েছে। আজকে যারা সংসদ সদস্য হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। অবৈধভাবে ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে অবৈধ কমকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের একটাই কাজ। আর তা হলো জিয়াউর রহমান ও তার পরিবারকে এবং বিএনপিকে ধংস করা। ’
তবে ‘আজকে যারা সংসদ সদস্য হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি’--একথা বিএনপি সাংসদদের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা সে বিষয়টি খোন্দকার দেলোয়ার পরিষ্কার করেননি।

শনিবার রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের সভাপতিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের  নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘এ সরকার ষড়যন্ত্রের মাধ্যমে আদালতের রায় উপেক্ষা করে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে। শুনানির অপেক্ষা না করে তড়িঘড়ি করে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। ’

খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার বিভিন্ন বাহিনীকে ম্যানেজ করে তাদের দিয়ে এই ন্যক্কারজনক কাজ করিয়েছেন। এতে খালেদা জিয়া অপমানিত হয়েছেন। ’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির আশ্বাসের পরও খালেদা জিয়াকে এভাবে উচ্ছেদ করা দুঃখজনক। আইন, প্রশাসন ও বিচার বিভাগ সবকিছুর দলীয়করণের কারণে শুধু বিএনপি’র নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ’

তিনি সরকার ও আইএসপিআরে’র মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার এমপি, ইলিয়াস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।