ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালে জীবনযাত্রা স্বাভাবিক: আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
হরতালে জীবনযাত্রা স্বাভাবিক: আ.লীগ

ঢাকা: বিএনপির ডাকা হরতালে মানুষের দুর্ভোগ তৈরি হলেও জীবন যাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে দাবি আওয়ামী লীগের।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রোববার দুপুর সোয়া একটায় বাংলানিউজকে এ কথা বলেন।



তিনি বলেন, ‘যানবাহন চলাচল করছে। আতঙ্কের কারণে বাসের সংখ্যা কম। তবে মহাখলী ও যাত্রাবাড়ী থেকে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে। ’

আওয়ামী লীগের এ নেতা দাবি করে বলেন, ‘খালেদা জিয়া আইনি লড়াইয়ের পর স্বেচ্ছায় বা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে গিয়েছেন। কিন্তু ঈদের মাত্র তিনদিন আগে কেন তারা হরতাল দিল এটা আমাদের বোধগম্য নয়। ’

হানিফ বলেন, ‘এসময় মানুষ বাড়ি যাবে। শেষ সময়ের জন্য কেনাকাটা করবে। অনেকে টিকিট করে রেখেছে। আজকে তাদের বাড়ি যাওয়ার কথা ছিল। তারা দুর্ভোগের শিকার হয়েছেন। আজকের দিনে হরতাল ডাকার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা জনবিরোধী দল। আজকে তাদের এই জনবিরোধের বহিঃপ্রকাশ ঘটেছে। ’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার গুলশানে বাড়ি রয়েছে। বিরোধী দলীয় নেতা হিসেবে মিন্টু রোডে তার সরকারি বাড়ি আছে। এমন নয় যে তাকে রাস্তায় থাকতে হচ্ছে। তাহলে এ মুহূর্তে হরতাল কেন?’

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিএনপির এ হরতাল ডেকেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা কম থাকলেও অনান্য যানবাহন চলাচল করেছে। দোকান পাট খোলা আছে। গতরাতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আতঙ্ক সৃষ্টি করার কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামাতে সাহস পাননি। তাছাড়া দূরপাল্লার গাড়ির অধিকাংশর মালিক বিএনপির লোক। যার কারণে দূরপাল্লার গাড়ির সংখ্যা কম ছিল। তবে এরমধ্যে মহাখালী ও যাত্রাবাড়ী থেকে বাস চলাচল শুরু হয়েছে। গাবতলী থেকেও বাস চলাচল শুরু হবে। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।