ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদে জামায়াতের উদ্বেগ,হরতালে সমর্থন

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদে জামায়াতের উদ্বেগ,হরতালে সমর্থন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি সংগঠনটি বিএনপির ডাকা রোববারের হরতালের প্রতিও সমর্থন দিয়েছে।



শনিবার সংগঠনটির প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো  হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের দেওয়া যুক্ত বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ করে দেওয়ার ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন।
তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ ঐ বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বাড়ির বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
কাজেই ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পূর্বেই তাকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থি এবং অমানবিক। ’

পাশাপাশি ঈদুল আযহার পূর্ব মুহূর্তে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের প্রতি দলের পক্ষ থেকে সমর্থন দেওয়ার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৯২০ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।