ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সেনানিবাসের বাড়ি ছাড়ায় খালেদাকে অভিনন্দন আ’লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

ঢাকা: সেনাবিবাসের বাড়ি ছেড়ে দেওয়ায় খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় দলের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া আদালতের রায় মেনে বাড়িটি ছেড়ে দিয়ে আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।



তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র ডাকা হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

হরতালের নামে কোনো উশৃঙ্খলতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান এ আওয়ামী লীগ নেতা।

বিরোধী দলের প্রতি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদ-উল-আজহা সামনে রেখে কেনাকাটা, কোরবানির পশু কেনা, ব্যাংকের টাকা তোলাসহ বিভিন্নভাবে মানুষের কষ্ট হবে এ হরতালে।

এসব বিবেচনায় রেখে হরতাল প্রত্যাহার করতে বিএনপি’র প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

বাংলাদেশ সময় ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।