ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

ঢাকা : বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

শনিবার বিকেল ৪টায় টিএসসি সংলগ্ন ডাচ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শামসুন্নাহার হল প্রদক্ষিণ করে আবার ওই চত্বরে এসে শেষ হয়।



মিছিল শেষে ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশবিদ্যালয় শাখার নেতারা বক্তব্য রাখেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ‘ঈদের ছুটি উপলক্ষে মানুষ যখন বাড়ি ফিরবে, ঠিক সেই সময় বিএনপি হরতাল ডেকে জনমনে ভীতির সঞ্চার করেছে। ’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি-জামায়াত জোট বেঁধে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ’

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, ‘এতদিন খালেদা জিয়া জনগণের সম্পদ ভোগ দখল করেছেন। আদালত জনগণের সম্পদের ব্যপারে আদালতের রায়ের প্রতি খালেদা জিয়ার সম্মান জানানো উচিত। ’

ছাত্রলীগ বিএপির ডাকা হরতাল প্রতিহত করবে বলে তিনি ঘোষণা দেন।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।