ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদাকে অভিনন্দন জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
খালেদাকে অভিনন্দন জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান

ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। সেইসঙ্গে ঈদের আগে জন দুর্ভোগ ও ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা চিন্তা করে রোববারের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বানও জানায় তারা।



তবে বিএনপির এ হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনও রাজনৈতিক বিরোধে যাবে না। কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এসব জানান।

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই বিলম্বে হলেও দেশবাসীর প্রত্যাশা ও আদালতের রায় অনুযায়ী দীর্ঘ দিন অবৈধভাবে দখলে রাখা জাতীয় সম্পদ সেনানিবাসের বাড়িটি অবশেষে তিনি ছেড়ে দিয়েছেন। ’

একই সঙ্গে হানিফ এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-নেতা কর্মীদের বিক্ষোভ-ভাঙচুরের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি দ্বৈত রাজনীতির নোংরা খেলা শুরু করেছে। ’

হানিফ অভিযোগ করে বলেন, ‘এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়-ভীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গাড়ি ভাঙচুর, নাশকতামূলক কর্মকাণ্ড, সংরক্ষিত এলাকায় মিছিল-সমাবেশ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা চালায়। ’

তিনি বলেন, বিএনপি কথায় কথায় ইসলামের কথা বলে। অথচ ইসলাম ধর্মালম্বী জনগণের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার মাত্র তিন দিন আগে বিএনপির এ ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ’

হানিফ বলেন, ‘মানুষ যখন ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত, কোরবানির পশু কেনা এবং বাড়ি ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তখন হরতাল তারা হরতাল ডেকেছে। ’

 এটা বিএনপির অন্তরসারশূন্য রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

হরতালে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীকাল বাড়ি ফিরতে যারা টিকেট কেটে রেখেছেন, তারা ঘরে ফিরবে কী করে?’

হানিফ হরতালে চাকরিজীবী, ব্যবসায়ীদের দুর্ভোগের কথা ভেবে বলেন, ‘চাকরিজীবী, ব্যবসায়ীরা আগামীকাল ব্যাংক থেকে টাকা ওঠাবেন কী করে?’

হরতাল ডাকার আগে এ বিষয়গুলো বিএনপি নেতাদের বিবেচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ‘ক্যান্টনমেন্ট বোর্ড নোটিস দিয়েছিল। হাইকোর্ট বাড়িটি ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছে। হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে রাষ্ট্রপতি হলেই জনগণের সম্পত্তি, সেনাবাহিনীর সম্পত্তি নামমাত্র মূল্যে নেওয়া যায় না। ’

তিনি বলেন, ‘এত দিনে প্রমাণ হয়েছে খালেদা জিয়াকে এ বাড়িটি অবৈধভাবে প্রদান করা হয়েছিল। অথচ বাংলার গণমানুষের নেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকার সময় মুমূর্যু রোগীকে দেখতে পর্যন্ত যেতে দেয়নি। ’
 
বিএনপি অযৌক্তিক ও বেআইনি দাবি নিয়ে মাঠ গরমের পাঁয়তারা করছে জানিয়ে হানিফ বলেন,‘সচেতন জনগণের সম্মিলিত প্রতিবাদে অবশ্যই তা ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশবাসী হরতালকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। ’
 
তিনি বলেন, ‘এ ধরনের অধিকার কাউকে দেওয়া হয়নি যে ব্যক্তি স্বার্থে রক্ষায় পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে। ’

তাই জ্বালাও পোড়াওয়ের রাজনীতি পরিহার করে বিএনপি নেতাদের গণতান্ত্রিক রাজনীতি চর্চায় ফিরে আসার আহ্বান জানান হানিফ।

সেইসঙ্গে তিনি বিএনপি নেতাদের অযৌক্তিক হরতাল প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

হানিফ বলেন, ‘হরতালের পথ পরিহার করে প্রতিবাদের শন্তিপূর্ণ উপায় খুঁজে বের করুন। মানুষকে শান্তি ও স্বস্তিতে থাকতে দিন। জনদুর্ভোগ সৃষ্টির পরিণতি শুভ হবে না। ’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘রাজনীতির নামে যারা সন্ত্রাস করে তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।