ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধান বিচারপতির প্রতিশ্রুতিও পূরণ হলো না: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
প্রধান বিচারপতির প্রতিশ্রুতিও পূরণ হলো না: ফখরুল

ঢাকা: বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার খালেদা জিয়াকে বিরক্ত করবে না বলে প্রধান বিচারপতির দেওয়া আশ্বাস পূরণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে নয়াপল্টনের দলীয় কার্যালয় ত্যাগের সময়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।



মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এ অগণতান্ত্রিক আচরণে আমরা হতাশ। প্রধান বিচারপতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও পূরণ হলো না। সরকার আদালত অবমাননা করে শেষ পর্যন্ত আমাদের নেত্রীকে বাসা থেকে বের করে দিলো। এটা অগণতান্ত্রিক ও ন্যক্কারজনক। ’

এদিকে খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে পৌঁছার পর বিএনপির সিনিয়র নেতারা নয়াপল্টনের কার্যালয় ছেড়ে সেখানে চলে যান। তাই সন্ধ্যার আগেই ভিড় কমে যায় নয়াপল্টনের কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।