ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি সাংসদরা পদত্যাগ করলেও একদলীয় শাসন হবে না: সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
বিএনপি সাংসদরা পদত্যাগ করলেও একদলীয় শাসন হবে না: সুরঞ্জিত

ঢাকা: বিএনপির সাংসদরা পদত্যাগ করলেও দেশে একদলীয় শাসন কায়েম হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, ‘দেশে ৯৬টি রাজনৈতিক দল আছে।

এদেশের মানুষ আপনাদের ভালোভাবেই চেনে। আপনারা কোনো কিছু ত্যাগ করতে পারেন না। ’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত ‘ব্যক্তিস্বার্থে অযৌক্তিক কর্মসূচি: বিপন্ন মানবতা জনদুর্ভোগ’ শীর্ষক আলোচনা সভায় সরঞ্জিত সেনগুপ্ত একথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বড় বাড়িতে থাকতে চান তো নিজের টাকায় করা বড় বাড়িতেই থাকুন। ’

আগামী ৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটি বাড়ি আর দুই ছেলের জন্য গোটা জাতি ভোগান্তির শিকার হতে পারে না। ’  

এই হরতাল বিচার বিভাগের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়ার বাড়ি নিয়ে আগামী ২৯ তারিখ রায়। একই দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। পরদিন হরতাল। এর অর্থ আপনারা স্বাধীন বিচার বিভাগ চান না। ’  

দেশের স্বাধীন বিচার ব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে এ হরতাল দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রাষ্ট্র ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে হরতাল হয় না। এই হরতাল প্রতিহত করার অধিকার জনগণের আছে। দেশের জনগণ আহাম্মক না, এক দিন তারা এ ধরনের হরতাল প্রতিরোধও করবে। ’

প্রধান বিচারপতির বাড়িতে বোমা মেরে, ভয় দেখিয়ে, কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।  

সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘সামরিক বাহিনী ও বিচার বিভাগকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। এটা সাংবিধানিক ধারা। ’

সালাউদ্দিন কাদের চৌধুরীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা বুঝি তার মনে দুঃখ আছে। উনি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছেন। তাই তার মনে দুঃখ। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এদেশেও হবে। এটি নিয়ে আক্ষেপের কিছু নেই। ’

আইএসপিআর বিরুদ্ধে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনাও করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা যেমন জনগণের টাকায় চলে। সংসদ সদস্যদের বেতন-ভাতাও হয় জনগণের অর্থে। ’

বিএনপিকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিরোধী দলের কাজ হলো সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা। সংসদে এসে গঠনমূলক সমালোচনা করুন। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।