ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় যুবলীগনেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি জেলা যুবলীগের অন্যতম সদস্য জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফীনকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলায় ঘটনায় জাহিদুলের জড়িত থাকার অভিযোগ আসায় তাকে জেলা যুবলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবেও তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এতে স্বার করেন জেলা যুবলীগ সভাপতি একে সিদ্দিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লালন।

জেলা যুবলীগ সভাপতি একে সিদ্দিক জানিয়েছেন সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার সঙ্গে জাহিদের সম্পৃক্ততার অভিযোগ আসায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা যুবলীগের জরুরি বৈঠক হয়। বৈঠকে জাহিদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৩ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ দলীয় সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলা হয়। এতে সাংসদ আফাজ উদ্দিন আহমেদ অল্পের জন্য বেঁচে গেলেও নিহত হন স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আসমত আলীসহ তিনজন।

পরে সাংসদের ছেলে বাদী হয়ে এ ঘটনায় আলাদা দু’টি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে। ঘটনার রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।