ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

‘আর হরতাল নয়, সংসদে এসে কথা বলুন’ -মৌলভীবাজারে চিফ হুইপ

মুনজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

মৌলভীবাজার: বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ বলেছেন, ‘আর হরতাল নয়, সংসদে এসে কথা বলুন। ’

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃংখলা সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।



চিফ হুইপ আরও বলেন, ‘হরতাল না দিয়ে বিরোধীদল সংসদে এসে কথা বললে তা জনগণের কাছে গুরুত্ব পাবে। ’

একই সঙ্গে বিরোধী দলের ডাকা হরতালের কারণে যাতে মৌলভীবাজারে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ  সংশ্লিষ্টদের সর্তক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
 
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ, নেছার আহমদ, এম এ মোমিত আশুক ও সাংবাদিক আবদুল হামিদ মাহবুব।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।