ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

ঢাকা: বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতাদের বৈঠক হবে শনিবার।

নগরীর এক হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠেয় এ বৈঠকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের সংখ্যালঘু নেতারা উপস্থিত থাকবেন।



চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি নেতারা এ বৈঠক আয়োজন করছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
 
এ বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সরকার বিরোধী আন্দোলনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সমর্থন আদায়ের জন্যই এ বৈঠক আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad