ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির শনিবারের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

ঢাকা: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন সকাল ১০টায়।

একই সময়ে (সকাল ১০টায়) জাতীয় প্রেসকাবে অনুষ্ঠেয় এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।



বিএনপির যৌথসভা দুপুর ১২টায়। পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় খোন্দকার দেলোয়ারের সভাপতিত্ব করার কথা রয়েছে।

বিকেল ৩টায় রয়েছে ছাত্রদলের আলোচনা সভা। ঢাকা মহানগর নাট্য মঞ্চে এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খোন্দকার দেলোয়ার হোসেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইউএস এইডের একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হবে।

রাত ৯টায় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ হবে রাঝধানীর সোনারগাঁও হোটেলে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।