ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানবিক বিবেচনায় ঈদের আগে বন্দি নেতাদের মুক্তি চাইল জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

ঢাকা: মানবিক দিক বিবেচনা করে ঈদুল আজহার আগেই বন্দি নেতাদের মুক্তি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে জামায়াত।

শুক্রবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ অনুরোধ জানান।



বিবৃতিতে তিনি বলেন, ‘বিনা দোষে আটক জামায়াতের শীর্ষ নেতারা কারাবন্দি অবস্থায় গত ঈদুল ফিতর উদযাপন করতে বাধ্য হয়েছেন। ’

তিনি বলেন, ‘ঈদুল আযহা আসন্ন। জামায়াতের শীর্ষ নেতারা কারাগারে থাকায় তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই সকলের প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে ঈদুল আযহার আগেই সরকার তাদের মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ করে দেবে। ’

বন্দি জামায়াত নেতাদের রাজনৈতিক অবদান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহাকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান নিজ নিজ  অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রেখেছেন। অথচ একটি মিথ্যা, বানোয়াট, সাজানো ও ভিত্তিহীন মামলায় তাদের আটক রাখা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।