ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন হেলেন ক্লার্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিংসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র প্রশাসক নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ।

শুত্রবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



উভয় নেত্রীর সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ আর্থ-সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে দুই নেত্রীর মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন হেলেন কার্ক।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ সফরের জন্য হেলেন কার্ককে স্বাগত এবং সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির সাহায্য-সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।