ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করবে ক্যান্টনমেন্ট বোর্ড, সরকার নয়: আইনপ্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করবে ক্যান্টনমেন্ট বোর্ড, সরকার নয়: আইনপ্রতিমন্ত্রী

ঢাকা: খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করবে ক্যান্টনমেন্ট বোর্ড। এ ব্যাপারে আওয়ামী লীগের অথবা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।



শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশার উদ্যোগে আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ও আমাদের করণীয় ’ শীর্ষক আলোচনা সভায় আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিএনপি যে রাজনীতি করছে তা শুধু খালেদা জিয়ার বাড়ি ও তার দুই ছেলের মধ্যেই সীমাবদ্ধ। জনগণের জন্য তারা কিছুই করছে না। ’

বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়েছিল বিএনপি আজও তার চর্চা করছে। ’

তিনি বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্টের বোমা হামলাসহ অপরাধের সঙ্গে তারেক রহমান ও কোকোর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। ’

বর্তমান কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি।

জনতার প্রত্যাশার আহবায়ক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।