ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি-জামাত সরকারের দলীয়করণের কারণেই সব কাজে বাধা আসে- প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
বিএনপি-জামাত সরকারের দলীয়করণের কারণেই সব কাজে বাধা আসে- প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এমনভাবে দলীয়করণ করে গেছে যে, এখন যে কোনও কাজ করতে গেলেই বাধা আসে। এরপরও আমরা কাজ করে যাচ্ছি।



শুক্রবার সকালে গণভবনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, জেলার সব উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘বিএনপি-জামাত স্তরে স্তরে দলীয়করণ করে রেখে গেছে। তবে আমরা জানি কীভাবে কাজ করতে হয়। কারণ আমরা অতীতে ক্ষমতায় ছিলাম, কাজের অভিজ্ঞতা আছে। ’

তিনি সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ‘ভালোভাবে সরকার পরিচালনা করতে হলে সুসংগঠিত সংগঠন দরকার। জনগণ আমাদের ভোট দিয়েছে জনগণের সেই বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। নিজেরা কী পেলাম আর কী পেলাম না সেটা বড় কথা নয়, মানুষকে কী দিতে পারলাম সেটা আমাদের লক্ষ্য। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। কারণ মানুষ জানে, অন্য যারাই ক্ষমতায় আসে তারা শুধু লুটপাট করে, নিজেদের উন্নয়ন ছাড়া কিছুই বোঝে না। ’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় ছিল দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ নামের অমানিশার যুগ। আর আওয়ামী লীগের সময় ছিল স্বর্ণযুগ। এবারও আমাদের সরকার ক্ষমতায় আসার পর বিশ্বে বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের সেই বদনাম আর নেই। ’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকার অনেক অপকর্মের মধ্যে দুটি কাজ ভালো করেছে। তা হলোÑ ছবিসহ ভোটার তালিকা ও আইডি কার্ড এবং নিরপেক্ষ নির্বাচন।

আমরা মহাজোট করে নির্বাচন করেছি, জনগণ আমাদের বিপুল ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এনেছে। ’

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফর উল্যাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।