ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাড়ি নিয়ে জমির-মওদুদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা : সেনানিবাসের বাড়ির বিষয়ে বিএনপির সিনিয়র দুই নেতার সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি এ আলোচনা করেন।



৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশের শেষ দিন আগামীকাল ১২ নভেম্বর। ১৩ তারিখের মধ্যে বাড়ি না ছাড়লে আদালত অবমাননার আশঙ্কা রয়েছে। এ কারণেই খালেদা জিয়া ডেকে পাঠান দলের প্রবীণ এই দুই আইনজীবীকে।

আলোচনায় বাড়ির বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করার সুপারিশ করেছেন দুই আইনজীবী।
 
খালেদা জিয়া ১৩ তারিখের মধ্যে বাড়ি ছাড়বেন, নাকি বাড়ি নিয়ে আন্দোলনে যাবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন জমির ও মওদুদ।

উল্লেখ্য,এ মুহূর্তে বাড়ি ছাড়ার নোটিশ ও কোকোর গ্রেফতারি পরোয়ানা নিয়ে বেকায়দায় আছেন খালেদা জিয়া। দলের নেত্রীর এ সমস্যার কারণে দলেই চলছে অস্থিরতা।

বাংলাদেশ সময় : ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।