ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ছাত্রনেতা পরশ হত্যার প্রতিবাদে লালমনিরহাটে অর্ধদিবস হরতাল শনিবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

লালমনিরহাট : জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রনেতা মেহেদী হাসান পরশকে হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠন শনিবার লালমনিরহাটে অর্ধদিবস হরতাল ডেকেছে।

বৃহস্পতিবার জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।


 
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা লিখিত বক্তব্যে বলেন, ‘মোগলহাট ইউপি সদস্য রফিকুল ইসলাম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান পরশকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘জেলায় ২ জন মন্ত্রী থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এতে জেলা বাসী আজ আতঙ্কিত। ’

হাফিজ বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ’
 
সংবাদ সম্মেলনে তিনি এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে কালো ব্যাচ ধারণ ও ১৩ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা লালমনিরহাটে হরতাল পালনের ঘোষণা দেন। ’

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ত্রাসীরা পৌর ছাত্রনেতা মেহেদী হাসান পরশকে কুপিয়ে হত্যা করে। রাত সাড়ে নয়টায় কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময় : ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।