ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রতিহত করা না গেলে ডিজিটাল বাংলাদেশ হবে না: কবরী

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রতিহত করা না গেলে ডিজিটাল বাংলাদেশ হবে না: কবরী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এমপি সারাহ বেগম কবরী বলেছেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করা না গেলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তাই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রগতিশীল ও সুশীল সমাজের লোকজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হল মিলনায়তনে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে জেলা প্রশাসক এম সামছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনউল্লাহ নূরী, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস কাবের সভাপতি হাবিবুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।