ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জনগণের সেবাকে আমি ইবাদত হিসেবেই নিয়েছি -মেয়র কামরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
জনগণের সেবাকে আমি ইবাদত হিসেবেই নিয়েছি -মেয়র কামরান

‘পার্লমেন্টকে কেন্দ্র করে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করলে গণতন্ত্র সুসংহত হবে। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হবে।

ফলে প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে আসবে। তবে বিনিয়োগ তাদেরকে অহেতুক হয়রানী থেকে বাঁচাতে সরকারের বিশেষ সহযোগিতা দরকার। ’

বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এসব কথা বলেছেন।

মেয়র বলেন, ‘এতে করে ধাপে ধাপে দেশের উন্নয়ন সম্ভব। ’

তার মতে, ৩৬০ আউলিয়াসহ অসংখ্য সুফি সাধক ও সনাতন ধর্মের শ্রী চৈতন্য দেবসহ অনেক সাধক মহাপুরুষের চারণ ভূমি প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটকে একটি আধ্যাত্মিক ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি সে লক্ষেই কাজ করে যাচ্ছি।

এ ল্য অর্জনে সরকারী-বেসরকারীসহ সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মেয়র কামরান।

তিনি বলেন, ‘সিলেটকে শুধু ছোট একটি জেলার গণ্ডির মধ্যে না রেখে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ ৪ জেলার প্রাণকেন্দ্র হিসেবে দেখতে চাই। ’

এখানকার প্রাকৃতিক প্রাচুর্য ও দর্শনীয় স্থানের প্রতি আকৃষ্ট হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আসেন অসংখ্য মানুষ।

মেয়র বলেন, ‘জাফলংয়ের অপার্থিব নৈস্বর্গিক সৌন্দর্য, মাধবকুণ্ডের স্বচ্ছ্ব জলপ্রপাত, মৌলভীবাজারের সবুজ চা বাগানসহ হাওর-বাওরছাড়াও প্রকৃতিক সম্পদ যেমন গ্যাস-চুনাপাথর সবই আছে সিলেটে। এখানকার মনিপুরি ঐতিহ্য, তাঁত শিল্প, বাঁশ ও বেতের বিভিন্ন সরঞ্জামাদি দেশ-বিদেশের সব মানুষের কাছে সমাদৃত। একাধারে আধ্যাত্মিকতার ছাপ, পর্যটন স্পট আর প্রাকৃকিত প্রাচুর্য্য প্রমাণ করে সিলেট দেশে আধুনিক পর্যটনের স্বর্গভূমি হতে পারে। ’

প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত টাকা আমাদের দেশের জাতীয় বাজেটে সংযুক্ত হচ্ছে। তবে এর বিনিময়ে তাদের জন্য যা করা দরকার তা আমরা করতে পারছিনা। রাজনৈতিক অস্থিতিশীলতা এর প্রধান একটি কারণ। ’

এক প্রশ্নের জবাবে কামরান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও অহেতুক নানা হয়রানীর ফলে প্রবাসীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলেন। ’

এজন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে করে ধাপে ধাপে দেশের উন্নতি ঘটবে। ’

তিনি জানান, দেশে বিনিয়োগের ক্ষেত্রে এক সময়ে প্রবাসীদের  আগ্রহের কমতি থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। এক্ষেত্রে সরকার তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফাইট থাকা উচিত। কিন্তু এখানে বিমানের রিফুয়েলিং সুবিধা না থাকায় তা করা যাচ্ছে না। ’

তবে এ নিয়ে সরকার ভাবছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘সিলেটকে একটি ইকোনোমিক জোন হিসেবে গড়ে তুলতে সবাই কাজ করছে। খুব দ্রুত এটি বাস্তবায়িত হবে। ’

শিক্ষার ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটের পিছিয়ে পড়ার বিষয়ে মেয়র বলেন, ‘বিদেশমুখী প্রবণতা ও নানা বাস্তবতার ফলে এ অঞ্চলে পড়াশুনার হার কিছুটা পিছিয়েছিল। তবে এখন সে চিত্র বদলে যাচ্ছে। প্রত্যেকে এখন পড়াশুনা করতে চায়। ’

তিনি জানান, পড়াশুনার প্রতি আগ্রহ ও শিক্ষার্থীদের মান বাড়াতে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার তৈরির উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সরকার এ ছাড়াও নগরীর আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইংরেজি ও গণিত শিক্ষার উন্নয়নে বিশেষ আর্থিক সহযোগিতার কথাও ভাবছে বলে তিনি জানান।

যুবসমাজে চলমান অস্থিরতা ও অবয় প্রসঙ্গে সিটি মেয়র বলেন, ‘শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডই যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে। তাই এ বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ’

সংস্কৃতি চর্চার প্রসারে নগরীর সুরমা নদীর পারে সারদা হলের পাশে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘এই অঞ্চল হবে সংস্কৃতি কর্মীদের মিলন কেন্দ্র। ’

নগরীর খানাখন্দে ভরা বিভিন্ন রাস্তাঘাটের  বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘কিছু রাস্তার অবস্থা খারাপ হলেও অধিকাংশ রাস্তাই কিন্তু ভাল রয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ ও খারাপ রাস্তাগুলো মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ’

জলাবদ্ধতা রোধেও বিভিন্ন খাল-ছড়া পরিষ্কার ও দখলমুক্ত করা হচ্ছে বলে তিনি জানান।

সব শেষে মেয়র কামরান বলেন, ‘আমি নিজেকে একজন সেবক মনে করি। জনগণের সেবাকে আমি ইবাদত হিসেবেই নিয়েছি। জেলে থাকা অবস্থায় তারা আমাকে নির্বাচিত করেছে। এই সিটি কর্পোরেশনকে আমি দল ও রাজনীতি থেকে ঊর্ধ্বে রেখে সুন্দর একটি প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। ’

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।