ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা-পার্থ বৈঠক: আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি।

বুধবার রাত ১০টা থেকে পৌনে একঘণ্টা বৈঠক করেন তারা।



এ সময় বিজেপি মহাসচিব শামিম আল মামুন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, সরকারের অন্যায়-অত্যাচার, মিথ্যা মামলা, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ ও কোকোর বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানাসহ ১২টি দাবি সামনে রেখে বিএনপিসহ চার দলীয় জোট ঈদের পর আন্দোলনে যাবে। ওই আন্দোলন সফল করতে চার দল ছাড়াও সমমনা দলগুলোকে কি করে সম্পৃক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।