ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বিচারপতি হাবিবুর রহমান সবচেয়ে বড় বাজিকর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানকে দেশের সবচেয়ে বড় বাজিকর আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
    
বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আখ্যা দেন।



সম্প্রতি সাবেক উপদেষ্টা বিচারপতি হাবিবুর বলেন, ‘দেশ আজ বাজিকরদের খপ্পরে পড়েছে। ’

তার এ বক্তব্যের জবাবে ফিরোজ রশিদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাজিকর হচ্ছেন বিচারপতি হাবিবুর রহমান। উনি আমাদেরকে গণতন্ত্রের ভাষা বোঝান? অথচ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টিকে গণসংযোগ করতে দেননি। ’

ফিরোজ রশীদ আরও বলেন, ‘সেদিন জাতীয় পার্টিকে জনসংযোগ ও সভা-সমাবেশের অনুমতি দিলেও রাতের আঁধারে বিচারপতি হাবিবুর রহমান কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে এসেছিলেন। ’

দিন ফিরলে এসব ভালো মানুষদের (হাবিবুর রহমানদের) মুখোশ উন্মোচন করা হবে বলেও ঘোষণা দেন কাজী ফিরোজ রশিদ।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদেরও সমালোচনা করেন।

ফিরোজ রশিদ বলেন, ‘তার (শাহাবুদ্দিন আহমেদ) কাছ থেকেও আমরা নতুন তরিকার গণতন্ত্র শিখেছি। অন্য রাজনৈতিক দলের নেতারা রেডিও টেলিভিশনে, জনসভায় ভাষণ দেওয়ার সুযোগ পেল। আর জাতীয় পার্টির প্রধন এরশাদকে তিনি ভাষণ দেওয়ার সুযোগ দিলেন না। ’

এরশাদ সেদিন ভাষণ দেওয়ার সুযোগ পেলে ৮০ টি আসনে জাতীয় পর্টি বিজয়ী হতো বলেও দাবি করেন ফিরোজ রশিদ।

দেশে একটি আগ্নেয়গিরি ঘটতে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধান দুই দল দেশে আজ যে অবস্থার সৃষ্টি করছে, তাতে যে কোনও মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে। নিভে যেতে পারে গণতন্ত্রের শেষ শিখাটিও। ’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন পার্টির মাহসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ড. টিএম দেলোয়ার হোসেন খান, মোস্তফা জামাল হায়দার, লিলি চৌধুরী, এসএম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।