ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মীমাংসিত বিষয় অমীমাংসিত পর্যায়ে নিয়ে গেছে সরকার: দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
মীমাংসিত বিষয় অমীমাংসিত পর্যায়ে নিয়ে গেছে সরকার: দেলোয়ার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত মীমাংসিত বিষয়টি অমীমাংসিত পর্যায়ে নিয়ে গিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করে তুলেছে। এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।



বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভা আয়োজন করে।

খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘লিজ দেওয়ার ২৯ বছর পর সরকার আজ রাজনৈতিক সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িছাড়া করার ষড়যন্ত্র করছে। এতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। যা দেশ ও জনগণের জন্য শুভ হবে না। ’

সরকার মীমাংসিত বিষয়কে অমীমাংসিত পর্যায়ে নিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারবিভাগ ও শাসনবিভাগসহ সবকিছু কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খালেদা জিয়াকে বাড়িছাড়া করার চক্রান্ত করছেন। আপনাদের  এই দূরাশা কোনো দিন পূরণ হবে না। ’

ভারতের সঙ্গে করা চুক্তিগুলোকে অসম, অন্যায্য ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি কি এতই অসহায় হয়ে পড়েছেন যে, দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আপনার একটুও দায়বদ্ধতা নেই?’

ভ্রান্তপথ পরিহার করে সরকারকে গণতন্ত্রের পথে আসার আহবান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিদেশি বন্ধুদের স্বার্থ সংরক্ষণের জন্য জনগণের মত উপেক্ষা করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। ’

স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বেগম সরোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।