ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুলধারার রাজনীতিতে পাহাড়িদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
মুলধারার রাজনীতিতে পাহাড়িদের এগিয়ে আসার আহ্বান

ঢাকা: মানবেন্দ্র লারমার দীক্ষায় উজ্জীবিত হয়ে পাহাড়িদের মূলধারার রাজনিতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বুধবার সকালে মানবেন্দ্র লারমার ২৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তারা এ কথা বলেন।



বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সময় এসেছে পাহাড়িদের মূল ধারায় এগিয়ে আনার। পাহাড়িরা মূল ধারা থেকে সরে যায়নি, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আর এ জন্য দায়ী বিভিন্ন সামরিক সরকার। সামরিক সরকারগুলোই পাহাড়িদের উচ্ছেদ করে সেখানে সমতলের অধিবাসিদের স্থান করে দিয়েছে।

তিনি বলেন, কেবল মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বললে চলবে না, পাহাড়ি জাতিসত্তার অধিকার নিয়েও আমাদের সচেষ্ট হতে হবে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য।

বাংলাদেশ সময় ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।